রাজধানীর বারিধারায় একটি ছয় তলায় ভবনের পাঁচ তলায় ভিট্রা ফার্নিচারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট চেষ্টা চালিয়ে রোববার (২৩ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
এর আগে, আজ বিকেল ৪টা ২৪ মিনিটে বারিধারা জে ব্লকের ৫ নম্বর রোডের ছয় তলা ভবনের ৫ম তলায় ভিট্রা ফার্নিচারে এ আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাস্থলে মোট ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা
ঢাকা,রোববার ২৩ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।