সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে কাজী রোজীর মেয়ে সুমী সিকানদার এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আমার আম্মা গুরুতর অসুস্থ। তাকে রোববার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সকালে ডাক্তার সাহেব ভেন্টিলেশনের অনুমতি চেয়েছেন। মাল্টিপাল অর্গান প্রবলেমের কারণে তিনি নিজে শ্বাস নিতে পারছেন না। এছাড়া তার কোভিড পজিটিভ এবং এখন তিনি আইসোলেশন আইসিইউতে রয়েছেন।
সুমী সিকানদার আরও বলেন, আমার আম্মার রোগমুক্তির জন্য বন্ধু-পরিজন দেশে-বিদেশে যে যেখানে আছেন সবাই তার জন্য দোয়া করবেন।
ঢাকা,সোমবার ৩১ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।