আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত অমর একুশে বইমেলা আয়োজনের প্রস্তাব দিয়েছেন প্রকাশকরা। বইমেলার আয়োজন নিয়ে প্রকাশকদের সঙ্গে বাংলা একাডেমির এক বৈঠকে এ প্রস্তাব দেন তারা।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি জানিয়েছেন অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।
তিনি জানান, বৈঠকে প্রকাশকরা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এখন এটি সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে। সরকারের উচ্চ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দিলে আশা করি আমরা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মেলা করতে পারবো।
কোভিড পরিস্থিতি বিবেচনায় ‘অমর একুশে বইমেলা ২০২২’ আয়োজনের প্রস্তুতি গ্রহণে কতিপয় শর্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এজন্য বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট একাডেমির সব কর্মকর্তা ও কর্মচারী, লেখক, প্রকাশক, বিক্রেতা, স্টলের কর্মচারীসহ মেলা সংশ্লিষ্ট সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণসহ বয়স্কদের প্রয়োজনমতো বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানিয়েছে।
ঢাকা,মঙ্গলবার ০১ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।