আজই শেষ হচ্ছে লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলা অমর একুশে গ্রন্থমেলা। মেলার শেষ সময়ে ভিড় বেড়েছে বই প্রেমীদের।
মঙ্গলবার পর্যন্ত নতুন বই এসেছে তিন হাজারের বেশি। বাংলা একাডেমির দেয়া তথ্য মতে, গতবারের মেলার ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্য থাকলেও, এবার প্রত্যাশার চেয়ে বই বিক্রি হয়েছে অনেক বেশি।
এবারের মেলায় প্রকাশিত বইয়ের মধ্যে সবচেয়ে বেশি এসেছে কবিতার বই প্রায় এক হাজারের বেশি। তবে বিক্রিতে শীর্ষে উপন্যাস, গল্প আর প্রবন্ধের বই।
প্রকাশকদের দেয়া তথ্য মতে এবারে সবচেয়ে কম বিক্রি হয়েছে কবিতার বই। এছাড়া মেলায় নতুন লেখকদের প্রচুর বই আসলেও পাঠকদের পছন্দের তালিকার শীর্ষে জনপ্রিয় লেখকরাই ছিলেন।
আগামী বছর মেলার পরিসর আরও বাড়ানো হবে, বাড়বে স্টলের সংখ্যাও, বলছে বাংলা একাডেমি।
ঢাকা,বৃহস্পতিবার ১৭ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।