অস্কারজয়ী সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এ আর রহমানের সুরের মূর্ছনায় হারিয়ে যেতে মানুষের স্রোত নেমেছে মিরপুরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত মুজিববর্ষের কনসার্ট মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছিল ঠিক সময়ে। তবে বৃষ্টির কারণে মাঝে কিছু সময় বন্ধ ছিল কনসার্ট। বৃষ্টি শেষে দর্শকদের সুরের ভেলায় ভাসাতে মঞ্চে উঠেছেন ভারতীয় এ সংগীতশিল্পী। এদিকে, সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা থেকেই সশরীরে রয়েছেন। উপভোগ করছেন দেশি ও ভারতীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে কনসার্ট শুরু হলে জনপ্রিয় ব্যান্ড মাইলস ও মমতাজ পারফর্ম করেন। মাগরিবের নামাজের বিরতির পরই এ আর রহমানের স্টেজে ওঠার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল সব আয়োজন। তবে শেষমেশ বৃষ্টি কমে আসতেই আবারও সুরের ছন্দে ভেসে যাওয়ার সুযোগ পেল গ্যালারিভর্তি দর্শক।
কনসার্ট উপলক্ষে ইতোমধ্যে নতুন রূপে সেজেছে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। বাইরে সবুজ আলোর মরিচ বাতিতে মনে হবে কোনো বিয়েবাড়ি। আর ভেতরে তৈরি করা হয়েছে অস্থায়ী কিছু স্থাপনা। পুরো স্টেডিয়ামেই রয়েছে লাইটিং। স্পষ্টতই যথাযথ কনসার্ট আয়োজনের সব প্রস্তুতিই সম্পন্ন করেছে বিসিবি।
বিনোদন ডেস্ক,মঙ্গলবার ২৮ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।