ব্রেন টিউমারের সঙ্গে তিন বছরের লড়াইয়ে হার মেনে শেষ পর্যন্ত ক্রিকেটার মোশাররফ রুবেলের মিরপুরে ফেরার স্বপ্ন পূরণ হলেও ফিরল তার নিথর দেহ। হোম অব ক্রিকেট গ্রাউন্ড খ্যাত শের-ই-বাংলায় ক্রিকেটার মোশাররফ রুবেলের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। পূর্ব নির্ধারিত সময় আজ রাত দশটার দিকে জানাজা অনুষ্ঠিত হয়।জাতীয় দলের এ ক্রিকেটারকে শেষ বিদায় দিতে মিরপুরে হাজির হয়েছিলেন দেশের ক্রিকেটাঙ্গনের অনেকেই। জানা গেছে, আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে জাতীয় দলের সাবেক এ ক্রিকেটারকে।২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে ক্রিকেটার মোশাররফ রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে। তারপর থেকে চলছিল কেমোথেরাপি। তবে সবশেষ গত ১৫ এপ্রিল অবস্থা কিছুটা ভালোর দিকে যাওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন রুবেল। এরপর আবারও ভর্তি হন হাসপাতালে। অতঃপর আজ হাসপাতালেই জীবনের ইনিংস শেষ হলো ৪০ বছর বয়সী রুবেলের। রুবেলের বিদায়ে শোকাতুর বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন সবাই।
২০০৮ সালে মোশাররফ রুবেল আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে খেলে ১ উইকেট পান। এরপর দীর্ঘদিন দলের বাইরে ছিলেন তিনি। ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে ফের দলে সুযোগ পান রুবেল। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে আবার বাদ পড়েন।
২০১৬ সালে আফগানিস্তান সিরিজে রুবেলকে ডাকেন চন্ডিকা হাথুরুসিংহে। আট বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে ৩ উইকেট পাওয়ার পাশাপাশি দলকে জেতাতে বড় ভূমিকাও রাখেন তিনি। কিন্তু পরের ম্যাচে উইকেট না পাওয়ায় ফের বাদ পড়েন। সেই থেকে জাতীয় দলে আর ফেরা হয়নি তার।
তবে ক্যানসারে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে মোটামুটি নিয়মিত মুখ ছিলেন রুবেল। ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ খেলেছিলেন তিনি।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ১৯ এপ্রিল,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।