যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। নিয়মিত এশার নামাজ, তারাবির নামাজের বাইরে মুসল্লিরা আদায় করেছেন শবে কদরের নফল নামাজও। ছিল বিশেষ বয়ান, মিলাদ, কিয়াম, জিকির, কোরআন তেলাওয়াত, দরুদ পাঠসহ কবর জেয়ারত।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হয় শবে কদরের আমল। প্রতিটি মসজিদে বিশেষ দোয়া করা হয় করোনামুক্তি, বিশ্বশান্তি, দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায়। শুধু মসজিদ-মাজার নয়, প্রতিটি ঘরে ঘরে শবে কদর পালিত হচ্ছে বিশেষ মর্যাদায়।
ঢাকা,বৃহস্পতিবার,২৮ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।