ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “hbnews24.com” এর পক্ষ থেকে দলমত জাতিধর্ম নির্বিশেষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ভালবাসা ও অভিনন্দন, সবার মাঝে আনন্দের বন্যা বয়ে আসুক সেই কামনা করছি।
ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদ মানে আত্মীয়-স্বজন আর বন্ধুদের মিলনমেলা, হৈ-হুল্লোড়, ঘুরে বেড়ানো, খাওয়া-দাওয়া আর আড্ডা। এ উৎসবে মুসলমানরা ঈদগাহে কোলাকুলি ও করমর্দন করে থাকেন। এছাড়া সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করাও ঈদের অন্যতম অর্থ। ঈদ মানে ভোগান্তিকে সঙ্গী করে নাড়ির টানে গ্রামের বাড়িতে মা-বাবা, ভাই-বোনদের সঙ্গে একত্রিত হওয়া। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবারের ঈদ আনন্দের সবকিছুতেই যেন ভাটা পড়েছে।করোনার কারণে এবার ঈদ উদযাপনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করমর্দন ও কোলাকুলি এড়িয়ে চলতে হবে।
ঈদ মানে আনন্দ; ঈদ মানে খুশি। ঈদ মানে সৌহাদ্য আর সম্প্রীতি আজ ৩ মে মঙ্গলবার পবিত্র ঈদ-উল ফিতর। ঈদ মোবারক!!! এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে সবাইকে জানই পবিত্র ঈদ- উল ফিতরের শুভেচ্ছা।পবিত্র রমজান মাসে ১ মাস সিয়াম সাধনার পর আবার এসেছে ঈদ- উল ফিতর। রমজানের পবিত্রতা রক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের সারা বছর সুন্দর ও সুষ্ঠুভাবে জীবন যাপনের তৌফিক দান করুন …….. আমিন। আসুন আপনার প্রতিবেশি অথবা হতদরিদ্রদের সঙ্গে ঈদের একটু খুশি ভাগাভাগি করে নিয়ে ঈদকে আরো মহিমান্বিত করে তুলি। ঘুচে যাক দু:খ, আছে যত মনে; বয়ে যাক আনন্দ ঈদের আগমনে!
আমাদের পাঠক, সুভানুধ্যায়ি, গ্রাহক ও দেশ বাসীর প্রতি রইল এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ- উল ফিতরের শুভেচ্ছা।
(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাসির
নির্বাহী সম্পাদক,
আফতাব খন্দকার (রনি)
ঢাকা,মঙ্গলবার,৩ মে ,এইচ বি নিউজ টুয়েন্টিফোর ডটকম।