রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। র্যাব বলছে, শরীয়তপুর ও কক্সবাজার থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার তিনজনের নাম-পরিচয় জানায়নি র্যাব। তবে সংস্থাটি বলছে, গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন হত্যায় জড়িত। অপর দুজন সংঘর্ষের সূত্রপাতকারী।
তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
ঢাকা,বৃহস্পতিবার ০৫ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।