রাজধানীর সাতটি ঝুঁকিপূর্ণ এলাকায় এডিস মশা নিধনে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সকালে দক্ষিণ সিটির ২১ নম্বর ওয়ার্ডের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এলাকায় এই অভিযান শুরু হয়।
তিন দিনব্যপী এই অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ঝুঁকিপূর্ণ ৭টি এলাকায়, প্রতিদিনই সকালে ও বিকেলে পর্যায়ক্রমে লার্ভিসাইটিং ও এডাল্টিসাইটিং করা হবে।
বিশেষ চিরুনি অভিযানে সকালে ১৩ জন মশককর্মী লার্ভিসাইটিং এবং বিকালে ১৩ জন মশককর্মী এডাল্টিসাইটিং কার্যক্রম পরিচালনা করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক-বর্ষা জরিপ অনুসারে, এডিস মশার প্রজননের ক্ষেত্রে ডিএসসিসির ৩৮, ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ড উচ্চ ঝুঁকিতে আছে। ১৩,১৫,২১ ও ২৩ নম্বর ওয়ার্ড মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা।
বিশেষ অভিযানে প্রতি ওয়ার্ডে ২৬ জন করে মশা নিয়ন্ত্রণ কর্মী অংশ নিয়েছেন।
ঢাকা,মঙ্গলবার ১০ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।