ইপিএলে শিরোপার রেসে টিকে থাকার ম্যাচে অ্যাস্টন ভিলা বিপক্ষে মাঠে নামছে লিভারপুল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে আছে অলরেডরা। ভিলা পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (১০ মে) রাত ১ টায়।এদিকে, লা লিগায় নিয়ম রক্ষার ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে সেলটা ভিগো। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টা ৩০ মিনিটে।
ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের রেসে এখনো টিকের আছে লিভারপুল। এতদিন সিটির চেয়ে এক পয়েন্টে পিছিয়ে থাকলেও টটেনহ্যামের সঙ্গে ড্রয়ে ব্যবধান দাঁড়িয়েছে ৩ পয়েন্টে। তবুও হাল ছাড়ার পাত্র নয় লিভারপুল কোচ ইয়্যুর্গেন ক্লপ। সামনে বাকি ৩ ম্যাচের একটিতে সিটিজেনরা পা ভড়কালেই যে আবারও জমে উঠবে টেবিলের লড়াই। তাই প্রতিটি ম্যাচই এই দুই দলের জন্য এখন ফাইনাল।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ১০ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।