চট্টগামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ব্যাটিংবান্ধব উইকেটেও প্রথম সেশনে তেমন একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা শিবিরে জোড়া আঘাত হেনেছেন নাঈম হাসান। করুণারত্নেকে ফেরানোর পর তার শিকার হয়েছেন ওশাদা ফার্নান্দো। এই প্রতিবেদন লেখার সময় ২ উইকেটে ৬৬ রান নিয়ে ব্যাট করছে শ্রীলঙ্কা। ২০ রান নিয়ে অপরাজিত রয়েছেন কুশাল মেন্ডিস।ওশাদা ফার্নান্দো আউট হয়েছেন ব্যক্তিগত ৩৬ রানে। এর আগে নাঈম হাসান নিজের প্রথম ওভারে এসেই ফিরিয়ে দেন দলপতি দিমুথ করুণারত্নেকে। পঞ্চম বলে সফল হন নাঈম। ১৭ বলে ৯ রান করে আউট হন করুণারত্নে।
ক্রীড়া ডেস্ক,রোববার ১৫ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।