দ্বিতীয় দিনে উইকেটের দেখা পেল বাংলাদেশ। একই ওভারে দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকওয়েলাকে সাজঘরে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়েছেন স্পিনার নাঈম হাসান।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার (১৬ মে) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে দ্বিতীয় দিনের মতো ব্যাট করছে শ্রীলঙ্কা।
প্রথম দিন ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান করা লঙ্কানরা মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে সংগ্রহটা নিয়ে গেছে ৬ উইকেট হারিয়ে ৩২৭ রানে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ১৪৮ বল মোকাবিলায় ৬৬ রানের ইনিংস খেলে নাঈম হাসানের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন দিনেশ চান্দিমাল। মাঠ ছাড়ার আগে তিনি ক্রিজে থিতু হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে গড়েন ১৩৬ রানের বড় জুটি। আর তাতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে লঙ্কানরা। এদিকে চান্দিমাল উইকেটে থিতু হওয়া ম্যাথিউসকে যোগ্য সঙ্গ দিলেও ষষ্ঠ উইকেটে নামা ডিকওয়েলাকে সে সুযোগ দেননি নাঈম। ইনিংসের ১১৩তম ওভারে এসে প্রথম বলে চান্দিমালকে ফেরানোর পরে পঞ্চম বলে বোল্ড আউট করেন ডিকওয়েলাকে। তিনি ৩ বল মোকাবিলায় ৩ রান করেন।
এদিকে ক্রিজের একপ্রান্ত আগলে রেখে ১৪৭ রানে অপরাজিত আছেন ম্যাথিউস। তিনি অবশ্য গতকালের ১১৪ রানের সঙ্গে আজকে আর ৫ রান যোগ করেই বিদায় নিতে পারতেন। টাইগার পেসার খালেদ আহমেদের করা দিনের চতুর্থ ওভারের পঞ্চম বলেই বিদায় নিতে পারত গত দিনের সেঞ্চুরিয়ান ম্যাথিউস। তার করা অফ স্টাম্পের বাইরের বল লঙ্কান এই ব্যাটারের ব্যাটের কানায় লেগে সরাসরি যায় উইকেটকিপার লিটন কুমার দাসের হাতে।
ক্রীড়া ডেস্ক,সোমবার ১৬ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম