ঢাকার নবীনগরে যাত্রীবাহী বাসের ভেতর ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক (৩৫)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, সোমবার দিবাগত রাত দশটার দিকে আশুলিয়া থানার নবীনগর সেনা কল্যাণ ভবনের পার্শ্ববর্তী রাস্তায় বাসের ভেতরে ওই গণপিটুনির ঘটনা ঘটে। বাসের যাত্রীরা ছিনতাইকারী সন্দেহে তাকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।তিনি আরো জানান, সাভার পরিবহনের বাসের ভেতর এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে সেই বাসটি এখনো শনাক্ত করা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা,মঙ্গলবার ১৭ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।