ঢাকা: নাটোরের সিংড়ায় গ্রেপ্তার নব্য জেএমবি নেতা রাশেদ ওরফে র্যাশ ওরফে আবু জাররার জবানবন্দির পর গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার।।আজ শনিবার (২৯ জুলাই ২০১৭)রাজধানীতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান পুলিশের কাউন্টার টেররিজম (সিটিটিসি)ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, রাশেদকে গ্রেপ্তারের পর তদন্ত কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সে যদি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় অথবা নাও দেয় তার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চার্জশিট প্রস্তুত করা হবে। এরআগে রাশেদকে গ্রেফতারের পর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বলেছিলেন, শিগগিরই গুলশান হামলার চার্জশিট দেয়া হবে।
উল্লেখ্য,২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় দেশি-বিদেশি ২০ জনসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি। পর দিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ছয় জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে আইএস’এর পক্ষ থেকে নিহতদের মধ্যে পাঁচজনকে তাদের ‘সৈনিক’বলে দাবি করা হয়। হামলার ওই ঘটনায় মাস্টারমাইন্ডসহ ২৬ জনকে চিহ্নিত করা হয়। তারা সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী,
তানভীর কাদেরী, নুরুল ইসলাম মারজান, আবু রায়হান তারেক, সারোয়ার জাহান, আব্দুল্লাহ মোতালেবসহ ১৪ জনের মতো নিহত হয়েছেন। এছাড়া মামলার কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গতকাল শুক্রবার ভোরে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী রাশেদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে ঢাকায় আনা হয়। আজকের সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল বলেন, আজ বিকালে আদালতে তুলে রাশেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। গুরুত্বপূর্ণ এই মামলায় রাশেদের সংশ্লিষ্টতা ও ভূমিকা জানতে অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন হওয়ায় তাকে রিমান্ডের আবেদন করা হবে।
মোঃ মাসুদ হাসান মোল্লা রিদম,
ঢাকা,শনিবার,২৯ জুলাই, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।