রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় লোকমান হোসেন শরীফ (৪৬) নামে এক স্কুটি চালক মারা গেছেন। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে জসিমউদ্দিন রোড পুলিশ বক্সের সামনে স্টার লাইন বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান।
শরীফ একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। স্ত্রী ও তিন সন্তান নিয়ে উত্তরখান মাদারবাড়ি এলাকায় থাকতেন।
এসআই আব্দুর রহমান বলেন, সকালে স্কুটি চালানোর সময় স্টার লাইন বাসের ধাক্কায় আহত হন শরীফ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ১৭ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।