টেস্টে নিজের অষ্টম সেঞ্চুরির দেখা পেলেন `মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে মুশফিক শতক হাঁকিয়েছেন ২৭০ বলে। ৯৭ রান করার পর বাকি তিন রান করতে বেশ সময় নিলেন মুশফিক। আশিথা ফার্নান্দোর বলে চার মেরে নিজের সেঞ্চুরি পূরণ করেন তিনি।
২৭১ বলে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন মুশফিক। তার ব্যাটে ভর করেই লিড বড় করতে লড়াই করছে বাংলাদেশ। এর আগে দিনের ১৬ ও ইনিংসের ১২৩তম ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগ থেকে দুই রান নেওয়ার মাধ্যমে এ ক্লাবে ঢুছেন মুশফিক। যা করতে তার লেগেছে ৮১ টেস্টের ১৪৯টি ইনিংস। সবমিলিয়ে তার ক্যারিয়ারে ২৫ ফিফটি ও ৮ সেঞ্চুরিতে পাঁচ হাজার রান করলেন তিনি। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরিও মালিক তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে প্রথমে শতক পেয়েছেন তামিম ইকবাল। তামিমের ইনিংস থামে ১৩৩ রানে। তামিমের পর শ্রীলঙ্কার বিপক্ষে শতকের দেখা পেলেন মুশফিক। ৪ চারে তিনি শতক করেছেন ২৭০ বলে।
বাংলাদেশের প্রথম হলেও বিশ্ব ক্রিকেটে মুশফিকের আগেই পাঁচ হাজার রান করেছেন ৯৮ জন ব্যাটার। এ তালিকায় ৯৯তম ব্যাটার হলেন মুশফিক।
ক্রীড়া ডেস্ক,বুধবার ১৮ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম