অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সিলেট এখন বন্যা প্রবণ এলাকা। নদ-নদীর পানি বেড়ে একের পর এক ডুবছে নতুন নতুন এলাকা।গ্রামীণ জনপদের বিস্তৃর্ণ অঞ্চল, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। আর সুরমার ভয়াবহ রূপে তলিয়েছে সিলেট নগরের বহু এলাকা। গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানেও ওঠেছে পানি। বৃহস্পতিবার (১৯ মে) সরেজমিন দেখা গেছে, আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্স ভবন, ইনডোর কমপ্লেক্সসহ তিনটি ভবনের নিচতলার অর্ধেকাংশ পানির নিচে তলিয়ে গেছে। বিশালাকারের মাঠটি পরিণত হয়েছে জলাশয়ে। বন্যায় সুরমার পানি উপচে ডুবছে সিলেট নগরী। নগরের ২৭টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। এরমধ্যে বুধবার রাত থেকে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ৩৩ হাজার কেভি লাইনে গাছপালা পড়ে বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয় ঘটে। আজ সকাল থেকে ফের মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর উজানে ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত ভারী বর্ষণের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সিলেট নগরীসহ বেশিরভাগ এলাকা প্লাবিত হচ্ছে।
সিলেট জেলা প্রশাসনের তথ্যমতে, নগরী ছাড়াও জেলার ১৩টি উপজেলার অন্তত ৭০টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা ৫৫টি। অব্যাহত বন্যার কারণে ক্ষয়ক্ষতি বাড়ার পাশাপাশি বানভাসি মানুষের সংখ্যাও বাড়ছে।
সিলেট,বৃহস্পতিবার ১৯ এপ্রিল,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।