সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ১০ জন।উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১১টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।মৃত তিন শিশু হলো তাওহিদা বেগম (১১), রিপা বেগম (১২) ও আমিরুল (১১)।স্থানীয়রা জানান, সকাল থেকে ১৫-২০ জন চিনাবাদাম তোলার কাজ করছিল। হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতে ক্ষেতেই তিন শিশু মারা যায়। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
সুনামগঞ্জ,বৃহস্পতিবার ১৯ এপ্রিল,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।