গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়াল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দুই চুলা গ্যাসের দাম ৯৭৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮০ টাকা হয়েছে। এক চুলার দাম ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা করা হয়েছে।রোববার (৫ জুন) গ্যাসের এ নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি। নতুন এ দাম জুন থেকেই কার্যকর হবে।রোববার (৫ জুন) বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু ফারুক গ্যাসের নতুন দাম ঘোষণা করেন। তিনি বলেন, গ্যাসের দাম বাড়ার ফলে বাড়বে বিদ্যুতের দামও; সেটা হতে পারে সর্বোচ্চ ১১ শতাংশ।
তবে পরিবহন খাতে যাতে গ্যাসের দাম বাড়ানোর প্রভাব না পড়ে, সে জন্য সিএনজির দাম অপরিবর্তত থাকবে।
ঢাকা,রোববার ০৫ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।