কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের পোলাইয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশে থাকা একটি দোকানে ধাক্কা দেয়। এসময় দোকানে থাকা এক কর্মচারী ও মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালকসহ তিনজন।
মঙ্গলবার (০৭ জুন) সকালে মহাসড়কের লাকসামের পোলাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাংলাবাজার এলাকার স্কুল শিক্ষক জামাল উদ্দিন (৫২) ও দোকানের কর্মচারী স্থানীয় পোলাইয়া এলাকার চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭)।
দুর্ঘটনায় আহত চালকসহ তিনজনকে গুরুতর অবস্থায় লাকসাম ও কুমিল্লার হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, সকাল ৮টার দিকে কুমিল্লা থেকে একটি মাইক্রোবাস তিনজন যাত্রী নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিল। পোলাইয়া নামক স্থানে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক দোকান কর্মচারী ও এক যাত্রী মারা যান।
দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় আনা হয়েছে।
কুমিল্লা,মঙ্গলবার ০৭ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।