১৫ হাজারেরও বেশি ভেড়া নিয়ে সুদানের সুয়াকিন বন্দরে ডুবে গেছে একটি বাণিজ্যিক জাহাজ। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
রোববার (১২ জুন) লোহিত সাগরে অবস্থিত সুয়াকিন বন্দর থেকে বদর-১ জাহাজটি সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ধারণক্ষমতার অতিরিক্ত প্রাণী বহন করায় সেটি ডুবে যায়।
নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক কর্মকর্তা জানান, জাহাজটিতে ১৫ হাজার ৮০০ ভেড়া ছিল, যদিও জাহাজটি ৯ হাজার ভেড়া বহন করতে সক্ষম।
জাহাজের সব ক্রুকে উদ্ধার করা হয়েছে জানিয়ে আরেক কর্মকর্তা এ দুর্ঘটনার অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ডুবে যাওয়া জাহাজটি বন্দরের কার্যক্রমকে ব্যাহত করবে। একসাথে এতো প্রাণীর মৃত্যুর ফলে এর প্রভাব পরিবেশের ওপরও পড়বে।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ১৩ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।