ময়মনসিংহের ধোবাউড়া পূর্ব বতিহালা গ্ৰামের ব্যবসায়ী উজ্জ্বল হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।এ মামলা থেকে চারজনকে খালাস দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নওশাদ, শাহাবুদ্দিন ও সবুজ। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মরম, মহিম, কারিম, জসিম, মিয়া হোসেন ও জালাল উদ্দিন। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া ইসলাম, এমদাদুল, কুদ্রত আলী ও হাছেন আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। আরেক আসামি রশিদ মামলার বিচার চলাকালে মারা যাওয়ায় তাকে আগেই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের মার্চের ২৭ তারিখ রাতে ব্যবসায়ী উজ্জ্বল বাড়ি ফেরার পথে তার চাচা ও চাচাতো ভাইসহ কয়েকজন মিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে উজ্জ্বল মারা যান। ঘটনার ৩ দিন পর ৩০ মার্চ ধোবাউড়া থানায় নিহতের বড়ভাই কুরদত আলী বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ মামলায় প্রথমে পুলিশ চার্জশিট দাখিল করে। পরে বাদীপক্ষের আবেদনে সিআইডি ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি ১৪ জনকে আসামি করে চার্জশিট দেয়। মামলার ১৪ আসামির মধ্যে একজন মারা গেছেন। আর বাকি ১৩ আসামির মধ্যে একজন জামিনে থাকলেও বাকি ১২ আসামি কারাগারে আছেন।
ঢাকা,মঙ্গলবার ১৪ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।