বিপরীত দিক থেকে আসা ট্রাকের আঘাতে একটি হাত কেটে পড়ে গেছে সুফিয়া বেগম (৪৫) নামের এক বাস যাত্রীর। ঘটনাটি ঘটেছে ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল গেট এলাকায়।বৃহস্পতিবার (১৬ জুন) বিকেল ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকল দক্ষিণ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নারী সুফিয়া বেগমের (৪৫) বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহলা গ্রামে বেড়াতে যাচ্ছিল। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, মহাসড়কের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল এলাকায় সড়কের ওপর একটি হাত কেটে পড়ে আছে খবর পেয়ে তারা দ্রুত সেখানে পৌঁছান। আশপাশে আহত কাউকে না পেলেও সড়কের ওপর এক নারীর রক্তমাখা কাটা হাত পড়ে থাকতে দেখেন। পুলিশকে খবর দিলে পুলিশ এসে হাতটি উদ্ধার করে।ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়দা খানম বলেন, সুফিয়ার ডান হাত কেটে পড়েছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার শারীরিক অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ ,বৃহস্পতিবার ১৬ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।