সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজানের ঢল আর টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। প্রশাসনের অনুরোধে সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
বানের পানি ঢুকেছে সিলেট শহরেও। তলিয়ে গেছে রাস্তাঘাট। পানি ঢুকেছে বাড়িঘরেও। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের বিস্তীর্ণ এলাকা তলিয়ে রয়েছে বানের জলে। সিলেট সদরের সাথে এই দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে ছুটছে বানভাসি মানুষ। নগরীতে ৩৬টিসহ জেলায় মোট ৪৭৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সাবস্টেশনে পানি ওঠায় দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বানভাসি মানুষকে উদ্ধারে সেনাবাহিনী সকাল থেকে কাজ শুরু করেছে। পানি যেভাবে বাড়ছে, তাতে দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। আমাদের প্রথম কাজ হচ্ছে- বানভাসি মানুষকে উদ্ধার করা। বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধার করতে জেলা প্রশাসন সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিল। এরই মধ্যে তারা উদ্ধার কাজে নেমে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটে দ্বিতীয় দফা বন্যায় নগরীসহ ১৩টি উপজেলার সবক’টি এলাকা তলিয়ে গেছে।
সিলেট,শুক্রবার ১৭ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।