রাজধানীর গুলশানের নিকেতনে এসি বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনের ধোয়ায় মাসরুর আহমেদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুন) সকালে গুলশানের নিকেতনে ‘ইসলাম ম্যানসন’-এর ছয় তলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্যরা অচেতন অবস্থায় মাসরুরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে সকাল সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৬ তলা থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে।
তেজগাঁওয় ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব জানান, সকালের দিকে সংবাদে নিকেতনের ‘ইসলাম ম্যানসনে’ ছয় তলায় গিয়ে অচেতন অবস্থায় রায়হানকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ৬ তলায় এসি বিস্ফোরণের কারণে এক যুবকের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
ঢাকা,রোববার ১৯ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।