অবিরাম বর্ষণের কারণে ডুবে গেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন। ফেরির পাটাতন ডুবে যাওয়ায় পারাপারে চরম বিপাকে পড়েছে বান্দরবান-রাজস্থলী-কাপ্তাই উপজেলার যানবাহনগুলো।
রোববার (১৯ জুন) সন্ধ্যায় ফেরির পাটাতন ডুবে যায়।চন্দ্রঘোনা ফেরির তত্ত্বাবধায়ক মো. শাহজাহান ও চালক আমিন বলেন, অতি বর্ষণের ফলে কর্ণফুলি নদীতে পানি বেড়ে যাওয়া রোববার বিকেল থেকে ফেরিঘাটের উভয় পাড়ের পাটাতনে পানি উঠে যায়। ফলে ভারী যানবাহন তীরে উঠতে পারলেও হালকা যানবাহন যেমন অটোরিকশা ও মোটরসাইকেল তীরে উঠতে বেশ কষ্টকর হয়ে পড়ে।
তারা আরও বলেন, যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পাটাতনে অতিরিক্ত পানি উঠলে ফেরি চলাচল যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
রাঙামাটি,সোমবার ২০ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।