পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদের প্রথম জানাজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
মহিউদ্দিন আহমেদের জানাজায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ মোমেনসহ সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। জানাজার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন সার্ভিস একাডেমির পক্ষ থেকে মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সোমবার (২০ জুন) সন্ধ্যায় উত্তরার নিজ বাসভবনে মহিউদ্দিন আহমেদ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও লিভার জটিলতায় ভুগছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে কয়েকদিন আগে সেখান থেকে চিকিৎসা নিয়ে উত্তরার বাসায় ফেরেন।
ঢাকা,মঙ্গলবার ২১ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।