সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। ১২ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ডপয়ন্টে এলাকায় ৮ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৬ সেন্টিমিটার কমেছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮০ মিটার। যা বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত (বিপৎসীমা ১৩ দশমিক ৩৫ মিটার)।
অন্যদিকে, কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮১ মিটার। যা বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপরে (বিপৎসীমা ১৫ দশমিক ২৫ মিটার)।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ইতোমধ্যে জেলার পাঁচটি উপজেলার ৩৮টি ইউনিয়নের ৫২ হাজারেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে ৯ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল।
সিরাজগঞ্জ,বৃহস্পতিবার ২৩ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।