পদ্মা সেতুতে দাঁড়িয়ে বিমানবাহিনীর মহড়া উপভোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) দুপুর সোয়া ১২টার দিকে পদ্মা সেতুর মাঝামাঝি দাঁড়িয়ে এ দৃশ্য উপভোগ করেন তিনি।এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানী ত্যাগ করে ১০টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এরপর সুধী সমাবেশে বক্তব্য শেষে বেলা ১১টা ২৫ মিনিটে টোল পরিশোধ করে ১১টা ৫৮ মিনিটে পদ্মা সেতু উদ্বোধন করেন। এরপর জাজিরার দিকে রওনা হয়ে সেতুর মাঝামাঝি দাঁড়িয়ে বিমানবাহিনীর মহড়া উপভোগ করেন তিনি।
পরে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন শেখ হাসিনা।
ঢাকা,শনিবার ২৫ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।