স্বপ্নের পদ্মা সেতুতে টোল দিয়ে জাজিরা প্রান্তে পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) বেলা ১২টা ৩৫ মিনিটে তিনি শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান। এর আগে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে টোল দেন তিনি। এরপর সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি সেখানে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি সেখানে মোনাজাতেও যোগ দেন।
ঢাকা,শনিবার ২৫ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।