রাজধানীর দক্ষিণ বনশ্রীতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৭ জুন) সকাল ১১টার দিকে দক্ষিণ বনশ্রীর ১২/৫ নম্বর রোডে এ আগুন লাগে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আরও ২টি ইউনিট গিয়ে তাদের সঙ্গে যুক্ত হয়। তিন ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, দক্ষিণ বনশ্রীর ১২/৫ নম্বর রোডে একটি জুতার কারখানায় আগুন লাগে। ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছায় ১১টা ৫ মিনিটে।
খিলগাঁও ফায়ার স্টেশন থেকে মোট দুইটি ও তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুইটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
ঢাকা,সোমবার ২৭ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।