নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া নির্বাচনের ফলাফল মেনে নেবে বিএনপি। ভোট কারচুপি করতেই সরকার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।বুধবার (২৯ জুন) সকালে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।এ সময় তিনি আরো বলেন,সৎ সাহস থাকলে সরকারকে নিরপেক্ষ নির্বাচন দেয়ার আহ্বান জানান।টুকু আরও বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া নির্বাচনের ফলাফল মেনে নেবে বিএনপি। ভোট কারচুপি করতেই সরকার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন চায় বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
ঢাকা,বুধবার ২৯ জুন,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।