ভারতের হিমাচল প্রদেশে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।স্থানীয় সময় সোমবার (০৪ জুলাই) হিমাচল প্রদেশের কুল্লু জেলায় এ দুর্ঘটনা ঘটে।সূত্র: এনডিটিভি
কুল্লু জেলার প্রশাসক আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে জংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ০৪ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।