ডেনমার্কে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।স্থানীয় সময় রোববার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানী কোপেনহেগেনের ফিল্ডস শপিংমলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ।
কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কোপেনহেগেন পুলিশের অপারেশন ইউনিটের প্রধান ইন্সপেক্টর সোরেন থমাসেন জানান, গ্রেফতার হওয়া ওই বন্দুকধারী ২২ বছর বয়সী যুবক। তিনি বলেন, এখানে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে গুলিতে মোট কতজন মারা গেছেন তা আমরা এখনো সঠিক জানি না। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, এমন কোনো তথ্য বর্তমানে আমাদের কাছে নেই। ঘটনাটি তদন্তে আমরা কাজ করছি।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ০৪ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।