চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম ডিপোর আগুন ও বিস্ফোরণের এক মাস পর আরও একজনের দেহের বিভিন্ন অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০ জনে।সোমবার (৪ জুলাই) বিকেল ৪টার দিকে ডিপোর টিনশেড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বিএম ডিপোর ভিতরে পরিষ্কার করতে গিয়ে একজনের দেহাবশেষ পাওয়া গেছে। টিন শেডের ভেতর থেকে মূলত ওই দেহাবশেষ পাওয়া যায়। শরীরের পুড়ে যাওয়া বিভিন্ন অঙ্গ, প্রত্যঙ্গ ছাড়াও মাথার খুলি পাওয়া গেছে।
তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৫০ জন মারা গেছেন। দেহাবশেষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম,,সোমবার ০৪ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।