ঢাকাঃ রাজধানীর আবদুল্লাহপুরে একটি আবাসিক হোটেলে খুন হওয়া পুষ্প রানী দাস হত্যাকাণ্ড এবং শিশু মনিষা অপহরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৪ এপ্রিল ২০১৭) বিকাল ৫টায় লিটন কুমার সরকার নামে ওই ব্যক্তিকে
শাহজাহানপুর থানাধীন কমলাপুর রেলওয়ে এলাকাসহ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে এক পর্যায়ে হোটেল সী ল্যন্ড থেকে গ্রেফতার করা হয়।তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা হয়।
আজ বুধবার (১৮ এপ্রিল ২০১৭) বেলা সাড়ে ১১টায় ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার শেখ
নাজমুল আলম পিপিএম বিপিএম (বার)। জনাব শেখ মোঃ নাজমুল আলম পিপিএম বিপিএম (বার) ডিসি ডিবি উত্তর বিভাগ ডিএমপি ঢাকা মহোদয়ের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি উত্তর বিভাগ কাজী শফিকুল আলম এর সার্বিক তত্বাবধানে সিনিঃ সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ তরিকুল ইসলাম(উত্তরা জোনাল টিম) এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ডিসি ডিবি উত্তর শেখ মোঃ নাজমুল জানান, নিহত পুষ্প রানী শিশু মনিষার নানি। পুষ্প রানীর সঙ্গে লিটনের পারিবারিক সম্পর্ক ছিল। লিটন তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে মনিষাকে মাগুরার এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে। ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলওয়ে আবাসিক হোটেল সীল্যান্ড থেকে গ্রেফতার করা হয় লিটনকে। তার দেওয়া তথ্যেই মনিষাকে মাগুরার শ্রীপুরের বড়লীদহ গ্রাম থেকে উদ্ধার করা হয়। ওই দম্পতিকে লিটন জানিয়েছিল, সমাজসেবা অধিদফতর থেকে তাদের শিশুটি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১৮ এপ্রিল আব্দুল্লাহপুরে নীলা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে পুষ্প রানীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ওই সময় জানিয়েছিল, ১৭ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় দুর্জয় (২৭) নামের এক যুবকের সঙ্গে হোটেলে ওঠে ওই নারী। তাদের সঙ্গে একটি বাচ্চাও ছিল। রাতে দুর্জয় বাচ্চাসহ হোটেল থেকে বের হয়ে যায়। হোটেল কর্তৃপক্ষ রাতে কক্ষে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খরব দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ সময় সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার ডিবি (ডিসি) শেখ নাজমুল আলম,পূর্ব বিভাগের উপকমিশনার খোন্দকার নুরুননবী, পশ্চিম বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান,স্পেশাল ক্রাইম বিভাগের উপকমিশনার মোদাচ্ছের এবং জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
মো:মাসুদ হাসান মোল্লা রিদম,
ঢাকা,বুধবার, ২৬ এপ্রিল, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।