মাদারীপুরের রাজৈরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আল্লাদী আক্তার (২০) ও তার মা রওশনয়ারা (৪০)। ফরিদপুরের ভাঙ্গা থানার কান্দা বাজার এলাকার বাসিন্দা তারা।জানা গেছে, বুধবার সকালে ভ্যানে করে টেকেরহাট থেকে রাজৈরে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আল্লাদী ও তার মা রওশনয়ারা। রাজৈরের বৌলগ্রাম এলাকায় পৌঁছালে নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক দিয়ে যাওয়ার সময় ভ্যানটি উল্টে গিয়ে আল্লাদী ও তার মা রওশান আরা বেগম আহত হন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী পণ্যবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় হাইওয়ে পুলিশ।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
মাদারীপুর,বুধবার ২৭ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।