বিশিষ্ট সাংবাদিক, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরের দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় প্রেসক্লাব, সম্পাদক পরিষদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা। এর আগে, তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল দেশ রূপান্তর কার্যালয়ে বেলা ১০ টায়। ঢাকায় জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি ঝিনাইদহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টা নাগাদ স্ট্রোক হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
সাংবাদিক অমিত হাবিব ১৯৬৩ সালের ২৩ অক্টোবর ঝিনাইদহে জন্মগ্রহণ করেন।
কর্মজীবন: ১৯৮৭ সালে খবর গ্রুপ অব পাবলিকেশন্সে একই সঙ্গে রিপোর্টার ও সাব-এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন অমিত হাবিব। পরে সাপ্তাহিক পূর্বাভাস পত্রিকায় সাব-এডিটর পদে যোগ দেন তিনি। ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজ পত্রিকায় সিনিয়র সাব-এডিটর হয়ে যোগ দেন। এর পরের বছর একই পদে যোগ দেন দৈনিক ভোরের কাগজে। অল্প দিনের মধ্যে পদোন্নতি পেয়ে যুগ্ম বার্তা সম্পাদক ও পরে বার্তা সম্পাদক হন অমিত হাবিব।
২০০৩ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন খ্যাতিমান এ সাংবাদিক। তবে পত্রিকাটি বাজারে আসে ২০০৬ সালে। ২০০৭ সালে চীনের আন্তর্জাতিক বেতারে বিদেশি বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়ে পেইচিংয়ে কর্মরত থাকা অমিত হাবিব দেশীয় সাংবাদিকতার সঙ্গে দূরত্বের কথা বিবেচনায় তা ছেড়ে দেশে ফিরে আসেন। পরের বছর দৈনিক সমকালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন।
দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদকের পদ ছেড়ে ২০০৯ সালে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন। ২০১৩ সাল থেকে উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন অমিত হাবিব। সর্বশেষ ২০১৮ সাল থেকে তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন।
ঢাকা,শুক্রবার ২৯ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।