জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোববার (৩১ জুলাই) ইনিংসের প্রথম বলেই আঘাত হেনেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার বলে গোল্ডেন ডাকে ফিরে যান রেগিস চাকাভা।প্রথম ওভারের শেষ বলে সৈকত তুলে নেন ওয়েসলে মেধভেরের উইকেট। নিজের দ্বিতীয় ওভারে আবার বোলিংয়ে এসে সৈকত ফিরিয়ে দেন ক্রেগ আরভিনকে। আরভিন ক্যাচ দেন লিটন দাসকে। রোডেশীয়রা প্রথম ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলেছে ১০ রান।
হারারেতে এ ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। নাসুম আহমেদ ও তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ রোববারও (৩১ জুলাই) ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন।
ক্রীড়া ডেস্ক,রোববার ৩১ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।