নাটোরের সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের পশ্চিম বিল এলাকায় বজ্রপাতে নানা-নাতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) চৌগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন- আমির শেখ (৬৫) ও নাতি পাপ্পু হোসেন (১২)। দু’জনই ওই গ্রামের বাসিন্দা। নাতি পাপ্পু চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।
ইউপি চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম বলেন, বুধবার (৩ আগস্ট) বিকেলের দিকে নানা-নাতি মিলে জাল নিয়ে মাছ ধরতে বাড়ির পাশে স্থানীয় হিয়ালা বিলে যান। সে সময় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তারা বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজনসহ স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত ১০টার দিকে বিলের মধ্যে তাদের দু’জনের ভাসমান ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।
নাটোর,বৃহস্পতিবার ০৪ আগষ্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম