ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে বৈশাখি খাতুন (২২) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট,২২) উপজেলার ভবানীপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। বৈশাখি ভবানীপুর গ্রামের বাবুল মালিতার মেয়ে। কর্তবত্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্টে রক্তশূন্য হয়ে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিকালে নিজ ঘরে বৈদ্যতিক সুইচ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তবত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে তিনি আরো জানান।
ঝিনাইদহ,শুক্রবার ০৫ আগষ্ট,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম