দেশবরেণ্য কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের জানাজা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ সেপ্টেম্বর) বাদ যোহর এফডিসির জহির রায়হান কালার ল্যাবের উন্মুক্ত প্রাঙ্গণে এই খ্যাতিমান ব্যক্তিত্বের জানাজার নামাজে অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।
এর আগে দুপুর সাড়ে ১২টায় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ এফডিসিতে আনা হয়। তার নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে।
গাজী মাজহারুলকে শেষবারের মতো শ্রদ্ধা জানায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ সিঙ্গার অ্যাসোসিয়েশন, গীতিকবি সংঘসহ বেশকিছু সংগঠন।
ঢাকা,সোমবার ৫ সেপ্টেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।