রেলের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির দুটি মামলায় পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাসহ তিন সাবেক কর্মকর্তাকে ৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেয়া হয়েছে ৫ আসামিকে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর মো. রুহুল আমিন এ রায় দেন। ফুয়েল চেকার ও সহকারী কেমিস্ট পদে নিয়োগ দুর্নীতির দায়ে রেলের কর্মকর্তাদের এই কারাদণ্ড দেওয়া হলো।
রায়ে রেলের ফুয়েল চেকার নিয়োগে দুর্নীতির মামলায় ইউসুফ আলী মৃধা, ওয়েল চেয়ার অফিসার গোলাম কিবরিয়া এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাফিজুর রহমানকে ২বছর কোরে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা কোরে জরিমানা করা হয়। একই সময় সহকারী কেমিস্ট নিয়োগ পরীক্ষায় দুর্নীতির আরেকটি মামলায় একই সাজা দেয়া হয় তাদের। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় ৫ পরীক্ষার্থীকে খালাস দেয়া হয়েছে। ২০১০-১১ সালে রেলওয়ে নিয়োগ পরীক্ষার খাতায় অকৃতকার্যদের উত্তীর্ণকরাসহ নানা অনিয়মের অভিযোগ উঠে।রেলওয়ে পূর্বাঞ্চলে ফুয়েল চেকার পদে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ২০১২ সালের ১০ সেপ্টেম্বর নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে দুদক। এ ছাড়া সহকারী কেমিস্ট পদে নিয়োগ দুর্নীতির মামলাটি দায়ের করা হয় ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর।
চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।