রাজধানীর শুক্রাবাদ এলাকার একটি বাসায় এক বিউটিশিয়ানকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) শেরে-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, এ ঘটনায় শেরে-বাংলা নগর থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার ওই নারীর স্বামী। এই মামলায় দুই অভিযুক্তকে করা হয়েছে। আমাদের অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে, বিকেলে ওই বিউটিশিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা,বৃহস্পতিবার ১৩ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।