হাজারীবাগের সব ট্যানারি কারখানা ৬ এপ্রিলের মধ্যে সাভারে সরানোর নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। জরিমানার বিষয়ে ৯ এপ্রিল আদেশ দেয়া হবে বলেও জানিয়েছে আপিল বিভাগ।বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন। কারখানাগুলো সরিয়ে হাইকোর্টের কাছে রিপোর্ট জমা দেয়ারও নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
ঢাকা,বৃহস্পতিবার, ৩০ মার্চ, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।