কারা অধিদফতরের সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক বজলুর রশীদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (২৩ অক্টোবর) সকাল ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। এ সময় বজলুর রশীদকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।একইসঙ্গে আসামির ৩ কোটি ১৪ লাখ টাকার সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।দুদকের কৌশলী মোশাররফ হোসেন কাজল জানান, দুদক আইনের ২৭(১) ধারায় এ দণ্ড দেওয়া হয়। এছাড়া রাষ্ট্রের অনুকূলে তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকা বাজেয়াপ্ত করা হয়।
গত ২২ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করেন।
ঢাকা,রোববার ২৩ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।