রাজধানীর নাখালপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।নিহতের নাম জুনায়েদ বুগদাদী (১২)চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামের আতাউর রহমান জুয়েলের ছেলে।পরিবারের সঙ্গে তেজগাঁও পূর্ব নাখালপাড়ার থাকতো। হাসপাতালে জুনায়েদের ফুফু আমেনা আক্তার জানান, নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল জুনায়েদ। সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় সে। এর ৫ মিনিট পরই তারা খবর পান ট্রেনের ধাক্কায় আহত হয়েছে জুনায়েদ। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ২৭ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।