চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনাকে আরও বেশি কাজে লাগাতে এবং চট্টগ্রাম নিয়ে নীতি নির্ধারকদের আরো বেশি দৃষ্টি আকর্ষণ করতে আত্মপ্রকাশ করেছে ঢাকায় চট্টগ্রামের ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম বিজনেস ফোরাম ঢাকা।
রাজধানীর গুলশানে একটি হোটেলে জমক অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম বিজনেস ফোরামের উদ্বোধন ঘোষণা করেন ভূমি মন্ত্রী ও চট্টগ্রামের কৃতি সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিজনেস ফোরামের আহ্বায়ক মোহাম্মদ নাসির বলেন, ১২ আউলিয়ার স্মৃতি বিজড়িত পাহাড় ও সমুদ্র পরিবেষ্টিত অপরূপ সৌন্দর্যে লীলাভূমি চট্টগ্রাম। সেই চট্টগ্রাম হতে জীবন জীবিকার তাগিদে আমরা যারা ঢাকায় ব্যবসা-বাণিজ্য করছি তাদেরকে নৈতিক বন্ধনে আবদ্ধ করে ভ্রাতৃত্ব ও সোহাগ সৃষ্টি করার জন্যই চট্টগ্রাম বিজনেস ফোরাম ঢাকার যাত্রা শুরু হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে চট্টগ্রামের উন্নয়ন অপরিহার্য।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা ঢাকায় একত্ববদ্ধ হয়ে একটি প্রণাম করেছে জেনে আমার খুব ভালো লাগছে। বর্তমান সরকার চট্টগ্রামের আন্তর্জাতিক সম্ভাবনাকে কাজে লাগাতে বড় বড় প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছে। চট্টগ্রামে কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল,বে টার্মিনাল ,মেরিন ড্রাইভ রোডসহ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে। চট্টগ্রামের ব্যবসায়ী যারা ঢাকায় থাকেন তারা নিয়মিত চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে কাজ করলে চট্টগ্রাম তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি বলেন, যার জমি দলিল থাকবে সেই ঐ জমির মালিক থাকবেন। কেউ যদি ঐ জমি দখল করে সেই জমি মালিক হতে পারবেন না।
চট্টগ্রাম বিজনেস ফোরামের সদস্য সচিব এম এ তাহের বলেন, চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক রাজধানী করা হয়।
অনুষ্ঠানের জানানো হয়, চট্টগ্রাম বিজনেস ফোরামের মাধ্যমে ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের পাশাপাশি চট্টগ্রামের শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যারিয়ার উন্নয়নের সহযোগিতা করবে।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিউল আলম মহিউদ্দিন ,বিসিআই সভাপতি আনারুল আলম চৌধুরী পারভেজ ও আখতার হোসেন অপূর্ব সহ-সভাপতি বিকেএমইএ প্রমুখ।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ০৩ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।