বিএনপির প্রধান শত্রু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তাকে নিয়েই দলটির সব চক্রান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, বিএনপি কখনও সরকারের উন্নয়ন দেখে না। দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। জ্বালায় জ্বালায় মরছে বিএনপি। দলটি যেভাবে চলছে, তারাই অনিশ্চয়তার দিকে যাচ্ছে। বাংলাদেশ কখনোই অনিশ্চয়তার দিকে যাবে না। যত ষড়যন্ত্রই করুক।ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়। ১৯বার শেখ হাসিনার ওপর প্রাণনাশের হামলা হয়েছে। তাকে ভয় দেখিয়ে সরিয়ে ফেলবে, আপস করাবে এমন সুযোগ নেই।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বিএনপি এখন ডিসেম্বরের ১০ তারিখ নিয়ে ডিফেন্স মুডে। আগে মনে হয়েছিল, আবার হাওয়া ভবন এলো। এখন বলে আমাদের এমন কোনো কথা ছিল না। অথচ তারা বলেছিল ১০ তারিখে ঢাকায় বিজয় মিছিল করবে। এখন বলে আমরা সমাবেশ করবো, অনুমতি চাই। মুখে বলছে রক্ষণাত্মক শোডাউন, অন্তরে বলছে আক্রমণাত্মক শোডাউন। কিন্তু কোনো লাভ হবে না। শেখ হাসিনা কত জনপ্রিয় তা নির্বাচনেই প্রমাণ হবে।তবে কি বিএনপি নতুন সুরে নতুন কৌশল করছে এমন প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, এখন ভিন্ন সুর, না জানি কি কৌশল। এখন মুখে বলছে আমাদের সমাবেশ হবে অনুমতি চাই। মুখে হলো রক্ষণাত্মক মনোভাব, আর অন্তরে হচ্ছে আক্রমণাত্মক শোডাউন। ফখরুল এখন বলেন অনিশ্চয়তার দিকে আমরা নিয়ে যাচ্ছি। আজকে আমরা জানি তাদের জ্বালাটা কোথায়, তাদের বুকের ব্যথা, মনের জ্বালা অন্তর্জালা। আমরা বুঝি কেন? এত চেষ্টার পরেও শেখ হাসিনা কেন বেঁচে আছে। তাদের প্রধান শত্রু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির প্রধানতম শত্রু হচ্ছে শেখ হাসিনা এবং তার বিরুদ্ধে চক্রান্ত। তাদের জ্বালা কেন তিনি এত দিন ক্ষমতায় আছেন। জ্বালা কেন? বুঝি। তারা (বিএনপি) যেভাবে যাচ্ছে, তারাই অনিশ্চয়তার দিকে যাচ্ছে। শেখ হাসিনাকে ভয় দেখিয়ে সরিয়ে ফেলবেন? ভয় দেখিয়ে সরিয়ে ফেলবেন? শেখ হাসিনা আল্লা ছাড়া কাউকে ভয় পায় না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা প্রস্তুত আছি, খেলা হবে, নির্বাচনে আসেন। ডিসেম্বরে খেলা হবে হবে, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে, নির্বাচনে আসল খেলা। ফাইনাল খেলা হবে নির্বাচনে। নির্বাচনে আসুন তখন দেখা যাবে জনগণ কার সঙ্গে আছে। শেখ হাসিনা কত জনপ্রিয় নির্বাচন হলে আবারও টের পাবেন।
এ সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদ এমপি।
ঢাকা,শুক্রবার ১৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।